প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৭
তীব্র তাপদাহে আজমিরীগঞ্জ উপজেলায় পানির সংকট বেড়ে গেছে। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ সাধারণ পাম্প ও টিউব ওয়েল থেকে পানি উঠছে না। এ কারণে উপজেলার মানুষের মধ্যে সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। খাল-নালা এবং বেশিরভাগ পুকুর ও জলাশয়ের ভরাট হওয়ায় পানি সংকটের সমস্যা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের মতে, দাবদাহ, বৃষ্টি না হওয়া, পুকুর ও জলাশয়ের ভরাট এবং অপরিকল্পিতভাবে সাবমারসিবল পাম্প স্থাপন ভূগর্ভস্থ পানির স্তরকে ক্রমেই নিচে নামিয়ে দিচ্ছে।