রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রূপালী আক্তার রুপা (২৫ ) নামে এক যৌনকর্মীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি হবির বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতো এবং হবীর মেয়ে লোক ছিল বলে জানা গেছে ।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নিজ ঘর থেকে দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে ব্যবহারের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এরআগে শনিবার দুপুর পর্যন্ত আশে পাশের লোকজন রুপাকে অনেক ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় সে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এরপর স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার জানান, যৌনকর্মী রুপার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।