আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিভাগের কৃষকদল নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষকদের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে বরিশাল বিভাগ থেকে কৃষকদলের একজন প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজন। তারা দাবী করেন, লায়ন আক্তার সেন্টু এই অঞ্চলের কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে পারবেন।
বক্তারা আরও বলেন, সেন্টু কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক হিসেবে বরিশাল বিভাগীয় কৃষকদলকে ঐক্যবদ্ধ করেছেন এবং বহু আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাদের মতে, সেন্টুর নেতৃত্বে কৃষকদল কার্যকরভাবে কাজ করেছে, এবং কৃষকদের উন্নয়নে তার অবদান অপরিসীম। সুতরাং, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান।
এসময় বক্তারা উল্লেখ করেন যে, ২০১৮ সালের নির্বাচনে লায়ন আক্তার সেন্টু মনোনয়ন দাবি করেছিলেন, তবে তিনি মনোনয়ন পাননি। এবার তার নেতৃত্বে কৃষকদলের সকল বিভাগ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ একত্রিত হয়ে বরিশাল-২ আসনে তার মনোনয়ন দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।
আয়োজিত সম্মেলনে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক এইচএম মহসিন আলম, কৃষকদলের বরগুনা জেলা সভাপতি মাসুদুর রহমান মানসুর, কৃষকদলের পিরোজপুর জেলা সভাপতি নাছির আহমেদ বাচ্চু, পটুয়াখালীর আহবায়ক মনিরুজ্জান টিটু, ভোলা জেলা সভাপতি আব্দুর রহমান সেন্টু, ঝালকাঠি জেলা সভাপতি তদবির হোসেন জসীম, ভোলা জেলার সাধারণ সম্পাদক আবুল হাসান তসলিম, বরগুনা জেলার সাধারণ সম্পাদক রেজবিউল হক, পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক হাবিব খান, ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, বরিশাল মহানগর কৃষকদের আহ্বায়ক এম.এ শাহেদ তালুকদার, সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ মাহাবুব, পটুয়াখালী জেলা কৃষকদের সদস্য সচিব তরিকুল ইসলাম ইভানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।