প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৩২
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজট ছাড়াই নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। যমুনা সেতুর টোল আদায়েও দেখা গেছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।