পটুয়াখালীর কুয়াকাটায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি নেতার দুই ছেলে। বৃহস্পতিবার সকালে সৈকতের পাশে শুটকি মার্কেটে এ ঘটনা ঘটে। দোকান মালিকদের ওপর নতুন ভাড়ার চুক্তির চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঈদের আগে দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন, অনেকের জীবিকা হুমকির মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে বেল্লাল মোল্লা নামের এক ব্যক্তির কাছ থেকে ব্যবসায়ীরা দোকান ভাড়া নেন এবং লাখ টাকা অগ্রিম দেন। দীর্ঘদিন ব্যবসা চালিয়ে গেলেও গণঅভ্যুত্থানের পর তিনজন ব্যক্তি জমির মালিকানা দাবি করেন। তারা হলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, রাশেদুল-আফতাব এবং বেল্লাল মোল্লা। দোকান মালিকরা বিষয়টি সমাধানের অনুরোধ জানালেও কোনো সুরাহা হয়নি।
এরপর পৌর বিএনপির সভাপতির ছেলে রিয়াজ মুসুল্লী দোকান মালিকদের নতুন চুক্তির জন্য চাপ দিতে থাকেন। মালিকানার বিষয়টি মীমাংসা না হওয়ায় ব্যবসায়ীরা রাজি না হলে বৃহস্পতিবার সকালে রিয়াজ ও তার ভাই সালাউদ্দিন অনুসারীদের নিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন।
দোকান মালিকদের অভিযোগ, তারা রাজনীতি বোঝেন না, শুধু ব্যবসা করতে চান। ঈদের আগে দোকান বন্ধ থাকায় তাদের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বলেন, রোজার সময় কোনো বিক্রি হয়নি, ঈদে দোকান খুলতে না পারলে তারা পথে বসবেন।
এদিকে মার্কেটের মালিক দাবি করে বেল্লাল মোল্লা জানান, ১৯৯৬ সালে তিনি পৌর কমিশনার মিলন মিয়ার স্ত্রী উম্মে সালমার কাছ থেকে জমি কিনে দোকান নির্মাণ করেন। এতদিন কারও মালিকানা দাবি না থাকলেও হঠাৎ বিএনপি নেতার দুই ছেলে ক্ষমতার জোরে দোকান দখল করেছে।
অন্যদিকে জমির মালিকানা দাবি করা রাশেদুল ও আফতাব জানান, তাদের ওয়ারিশসূত্রে পাওয়া জমির বিষয়ে দেওয়ানি মামলা চলমান। তারা জমি বুঝে পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী বলেন, সভাপতির দুই ছেলে ক্ষমতা খাটিয়ে দোকানে তালা দিয়েছে, যা অনৈতিক। তবে রিয়াজ মুসুল্লী দাবি করেন, এটি তাদের পারিবারিক সম্পত্তি, তাই দোকানিদের তাদের কাছ থেকে নতুন ডিড নিতে বলা হয়েছে।
পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা বলেন, মার্কেটের আওয়ামী লীগের অফিসও বিএনপি দখলে নিয়েছে। এ নিয়ে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।