প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার অভিযোগে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শফিকুর রশিদ টিটু ওই এলাকার মৃত ওমর আলী মোল্লার ছেলে। পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। তদন্তের ভিত্তিতে শফিকুর রশিদ টিটুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে বিচারক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পর্যবেক্ষণ জোরদার করেছে।