
রাণীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪৯

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ও রোববার সকালে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত মুনছুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৬০), বোদলা গ্রামের মৃত শহিদুল্লার ছেলে জারজিস হাসান মিঠু (৪৫) ও চকাদিন পূর্বপাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে সুলতান মাহমুদ (৪৩)। এদের মধ্যে আনোয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মিঠু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুলতান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টে রাণীনগর থানার একটি মামলায় তাদের তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, গত ২৪ আগষ্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আনোয়ার, মিঠু ও সুলতান তদন্তপ্রাপ্ত আসামি।

