প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অবশেষে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ক্যামেরাটি অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।
গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে দক্ষিণ বাঁশজানি এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে বিএসএফ একটি সিসি ক্যামেরা স্থাপন করে। ক্যামেরাটি ছোট গারাল ঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে স্থাপন করে বলে জানায় স্থানীয় সূত্র।
ক্যামেরা বসানোর পর থেকেই বিজিবি এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক দফা আলোচনা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের শূন্য রেখায় এ ধরনের নজরদারি ক্যামেরা বসানো দুই দেশের চুক্তির লঙ্ঘন।
এ অবস্থায় গত ১০ ফেব্রুয়ারি বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ক্যামেরা সরানো না হলে ১১ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বিজিবি আবারও কঠোর অবস্থান জানালে বিএসএফ ক্যামেরাটি সরানোর আশ্বাস দেয়।
শেষ পর্যন্ত ১১ ফেব্রুয়ারি মধ্যরাতে ক্যামেরাটি অপসারণ করা হয়। বিএসএফের দাবি, এটি শুধুমাত্র নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছিল, তবে বিজিবির আপত্তির কারণে তারা এটি সরিয়ে নিয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।
সীমান্তে নজরদারি বাড়ানোর নামে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দু’দেশের বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।