প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৪৩
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ (এনসিপি) সরকারের সঙ্গে যুক্ত না হলেও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। বুধবার সন্ধ্যায় মাদারীপুরে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।