প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১২
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা পুলিশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা অব্যাহত রাখতে এই সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সদস্যদের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ সুপার সকলের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পুলিশ বাহিনীর সুষ্ঠু পরিচালনার জন্য শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। কর্মকর্তারা তাদের নিজ নিজ ইউনিটের সমস্যাগুলো তুলে ধরেন এবং পুলিশ সুপার সমাধানের আশ্বাস দেন।
পুলিশ সুপার সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বাহিনীর সার্বিক কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
কল্যাণ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিশ্চিত করতে এই ধরনের কল্যাণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।