https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবদল কর্মিকে গুলি, আহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২

শেয়ার করুনঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবদল কর্মিকে গুলি, আহত

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে এক যুবদল কর্মিকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সাথে মাটি কাটা নিয়ে বিরোধ হয়। এর পরিপ্রেক্ষিতে, মিজানের অনুসারী কিছু যুবক ওই যুবক জহিরকে মারধর করেন। এই ঘটনার জের ধরে শুক্রবার রাতে মিজান নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে তার অটোরিকশায় আসলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এক পর্যায়ে তারা মিজানের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার নেতৃত্ব দেন জহির ও মিঠু নামে দুই যুবক। তারা দু’জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। 

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজান আমার সঙ্গে জেলে ছিল, তবে তিনি কোন পদে আছেন তা জানি না। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি, তবে হামলাকারীরা কে তা আমার জানা নেই। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাটি নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটে। গুলিবিদ্ধ মিজান বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিজানের পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। 

এ ঘটনার পর এলাকার পরিস্থিতি থমকে আছে এবং পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

পিঠে বরশি গেঁথে ঘোরানো হয় চড়ক পূজায়

পিঠে বরশি গেঁথে ঘোরানো হয় চড়ক পূজায়

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাঁটাখালী গ্রামে অনুষ্ঠিত হলো বহু বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা। সোমবার বিকালে প্রেমচরণ ফকিরের বাড়ির পাশের মাঠজুড়ে এই আয়োজন চলে দিনব্যাপী। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উপভোগ করতে। এই চড়ক পূজার মূল আকর্ষণ হলো পিঠে বড়শি গেঁথে চরকিতে ঘোরানো। এই উৎসব চৈত্র মাসের শেষ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ

ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও নজরকাড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মুসলিম ইউনিটির উদ্যোগে এই কর্মসূচিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানান। পহেলা বৈশাখের বিকেলে অনুষ্ঠিত এই মিছিলটি কমলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ভানুগাছ চৌমুহনা চত্বরে এক বিশাল

ঐতিহ্যবাহী পাতা খেলায় মুখর ইটাই, ফিরে এলো হারানো উৎসব

ঐতিহ্যবাহী পাতা খেলায় মুখর ইটাই, ফিরে এলো হারানো উৎসব

পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পাতা খেলা। সোমবার বিকেলে ‘ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সম্মতি ও মৎস্য চাষি সমবায় সমিতি’র উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় আশপাশের ৬টি ‘তান্ত্রিক’ দল। বাঙালির প্রাণের উৎসব বৈশাখের প্রথম দিনে এমন এক ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নিতে হাজারো মানুষ ভিড় জমান খেলার

প্রযুক্তি শুল্ক সাময়িক প্রত্যাহার, নতুন করে শুল্কের হুমকি

প্রযুক্তি শুল্ক সাময়িক প্রত্যাহার, নতুন করে শুল্কের হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করে তাদের কেউই রেহাই পাবে না। তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যহীন, সেসব দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউস সম্প্রতি চীন থেকে আমদানিকৃত স্মার্টফোন ও কম্পিউটারের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে সাময়িক পদক্ষেপ বলে মন্তব্য

ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ!

ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ!

বরিশালের সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্বামী রাহাত (ব্যাটারিচালিত অটোরিকশা চালক) তার স্ত্রী লামিয়াকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহাত ও লামিয়ার বিয়ে হয়েছিল এক বছর আগে। দাম্পত্য জীবনে তাদের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব না