https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পর্যবেক্ষণে বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১:১৫

শেয়ার করুনঃ
থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পর্যবেক্ষণে বিএমপি কমিশনার

বরিশাল মহানগরীর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে দুপুর ২টায় নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান তিনি।  

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বরিশাল মহানগরীতে উৎসবের আমেজ থাকলেও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কমিশনারের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় কমিশনারের সঙ্গে ছিলেন।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরিদর্শনকালে কমিশনার মো. শফিকুল ইসলাম নগরবাসীকে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তৎপরতা রয়েছে এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন নির্বিঘ্নে করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।  

বরিশাল মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ নজরদারি ছিল। নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের স্থাপিত চেকপোস্ট এবং মোবাইল টিম দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে অংশ নিতে বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে মানুষের সমাগম দেখা যায়। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে উদযাপন ছিল সুশৃঙ্খল। কমিশনার মো. শফিকুল ইসলাম আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের সেবায় সর্বদা প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।  

আজকের এই নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের সক্রিয় ভূমিকা নগরবাসীর আস্থা বাড়িয়েছে এবং বরিশালের থার্টি ফার্স্ট নাইট উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনসহ চারজনকে ফের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৯ এপ্রিল) নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন- রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং স্থানীয় যুবদল নেতা মাসুদ রানা। বুধবার দুপুরেই তাদের

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকায় ৯ এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলামিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আলামিনের বাড়ি মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামে। নিহত যুবকের বড় বোন মুমা বেগম জানান, তার ছোট ভাই এক যুগ আগে পারিবারিকভাবে বিবাহিত হয়েছিলেন, তবে তার স্ত্রীর সাথে সংসার চলেনি, কারণ আলামিন মাদকাসক্ত ছিলেন। গত দেড় মাস

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে।   আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান, গুদাম থেকে হঠাৎ ধোঁয়া ওঠা শুরু করে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয়।   কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামে। ফায়ার সার্ভিসের

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন