প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৩০
কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যার বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বড় মসজিদ মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদলের সদস্যরা। মানববন্ধনের সঞ্চালক ছিলেন উপজেলা যুবদলের নেতা আলমগীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম রুবি, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, এবং নিহত আশরাফুল ইসলামের পিতা আয়নাল হকসহ আরও অনেক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। তারা জানান, হত্যাকারীরা এখনও গ্রেফতার না হওয়ায় পরিবার ও এলাকায় অনিশ্চয়তা বিরাজ করছে। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা জানিয়ে দেন, তারা এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে না পারে।’ তারা আরও বলেন, ‘এ হত্যার প্রতিবাদে আমাদের আন্দোলন থামবে না, যতদিন না বিচার হয় ততদিন আমরা প্রতিবাদ জানিয়ে যাবো।’
এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বক্তারা বলেন, তারা আগামীতে বৃহত্তর আন্দোলনও করতে প্রস্তুত।
এদিকে, নিহত আশরাফুল ইসলামের পরিবারও হত্যাকারীদের গ্রেফতার এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার। আশরাফুল ইসলামের পিতা আয়নাল হক বলেন, ‘আমরা শুধু চাই, আমার ছেলের হত্যার বিচার হোক। কোনো অন্যায়কে চুপ করে মেনে নেব না।’
মানববন্ধনে স্থানীয় নেতা-কর্মীরা তাদের ঐক্য এবং আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।