প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ইউনিয়নের হাবিবুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সবিরুল ইসলাম এবং সাবেক ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নান।
সম্মেলনটি শুরু হয় আলোচনাসভা দিয়ে, যেখানে বক্তারা জামায়াতে ইসলামী বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এরপর সংগঠনের নিয়ম অনুযায়ী সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন। সভাপতি হিসেবে নির্বাচিত হন মাহাবুবুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আল-আমিন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, যুব বিভাগীয় সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শ্রমিক বিভাগীয় সেক্রেটারি ইব্রাহীম, ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন এবং পেশাজীবী সেক্রেটারি ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য, জামায়াতের এ দ্বি-বার্ষিক সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের সম্মেলন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতির জন্য দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন নেতারা।