প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ০:১১
হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে নতুন প্রাথমিক শিক্ষক পরিষদের ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মোঃ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মোঃ হেলাল উদ্দিন মুন্সিকে সেক্রেটারি এবং মোঃ আবু হানিফকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিজলার শুরা সদস্য সৈয়দ গুলজার আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেশাজীবি সংগঠন হিজলা উপজেলার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহানশাহ চৌধুরী সামু, শ্রমিক কন্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান, এবং অন্যান্য অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "দেশ ও জাতি গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা সঠিক দিশা পায়।" তাঁরা উল্লেখ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও গত নির্বাচনে তাঁদের প্রতি অযাচিত চাপ তৈরি হয়েছিল।
নতুন কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু বকর ছিদ্দিক, এবং মোঃ সিরাজুল ইসলামসহ আরও অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হেলাল উদ্দিন মুন্সি। নতুন কমিটি শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং শিক্ষার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।