https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জয়পুরহাটে অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি: অভিযোগ ভুক্তভোগীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০:২৭

শেয়ার করুনঃ
জয়পুরহাটে অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি: অভিযোগ ভুক্তভোগীর

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে একটি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক রঞ্জু মিয়া (২৩) দাবি করেছেন, তিনি প্রতিনিয়ত হুমকি ও ধামকির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী রঞ্জু মিয়া জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বানচার ভিটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে তিনি। ২০২০ সালের ১৯ জুলাই তিনি জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের খোকন মন্ডলের মেয়ে খুরশিদা আক্তার খুশির সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার দুই মাস ২৬ দিন স্থায়ী হয়। এরপর খুশির বাবা বাদী হয়ে রঞ্জুসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মামলার তদন্তকারী কর্মকর্তা, তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম জানান, তদন্ত শেষে চারজনের নাম বাদ দিয়ে শুধুমাত্র রঞ্জুর নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তবে মামলাটি চলমান থাকাকালে খুশি এবং তার নতুন স্বামী আব্দুল হান্নানের ছেলে খায়রুল ইসলাম রঞ্জুর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা দাবি করছেন মামলা প্রত্যাহারের বিনিময়ে।

রঞ্জু বলেন, খায়রুল ইসলাম ও খুশি তাকে বিভিন্ন সময় মামলা কিংবা বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে খুশি ও খায়রুল ইসলাম অভিযোগের বিরুদ্ধে দাবি করেন, এসব সবই মিথ্যা। তাদের বিরুদ্ধে কোনও ধরনের ঘটনা ঘটেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম বলেন, “আমি তদন্তে যা পেয়েছি, তা আদালতে জমা দিয়েছি। মামলার আপোষ-মিমাংশার বিষয়ে আমি কিছু জানি না।”

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনার ঝড় বইছে। ভুক্তভোগী রঞ্জুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। তাদের দাবি, এই ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের আনন্দ বাড়াতে জামালপুরে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ বাড়াতে জামালপুরে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে আজ জামালপুর শহরের বাইপাস এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল, জেলা বাস মিনিবাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, সুজন, রানা মোল্লা সহ দলের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে

রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন

রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের প্রায় অর্ধশত পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজের পর মুসল্লিরা একে

খাদ্যশস্য বণ্টনে বৈষম্য, খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

খাদ্যশস্য বণ্টনে বৈষম্য, খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

খাগড়াছড়ি জেলা শহরে রবিবার (৩০ মার্চ) বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী ও ত্রিপুরা সংসদ সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা সুপ্রদীপ চাকমার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দের অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, গত ২৫ মার্চ পার্বত্য অঞ্চলের

সৌদি আরবের সাথে মিল রেখে ভূরুঙ্গামারীতে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে ভূরুঙ্গামারীতে ঈদ উদযাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সৌদি আরবের সাথে মিল রেখে দুই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের অর্ধশত পরিবারে নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। পাইকডাঙ্গার ঈদের জামাতের ইমাম সাইফুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে কিংবা চাঁদ দেখার খবর পাওয়া গেলে আমরা

দুঃস্থদের পাশে দাঁড়ালো আলোর ঠিকানা: ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

দুঃস্থদের পাশে দাঁড়ালো আলোর ঠিকানা: ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

ঈদ মানেই আনন্দ, এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র ঈদ উল ফিতরের এই সময়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর ঠিকানা'। গত রোববার সকাল ১০টায় উপজেলার কাটলাবাজারের মেধাবিকাশ স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি সেমাই, নুডুলস, গুঁড়াদুধ, কিসমিস ও বাদাম অন্তর্ভুক্ত