https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গাবালীতে নৌবাহিনীর অভিযান, ৯ জনকে জরিমানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২

শেয়ার করুনঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গাবালীতে নৌবাহিনীর অভিযান, ৯ জনকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা ঠকানোর দায়ে ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযান প্রায় দুই ঘণ্টা ধরে চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধা অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৮ জন মাছ ব্যবসায়ীসহ ৯ জনের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করে। অভিযানে মাংসের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ওঠে এবং সেখানে পাল্লা-বাঠখারায় ত্রুটির কারণে ভোক্তাদের ওজনে কম দেওয়া হয়েছে বলে জানানো হয়।

অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ ক্রয় করে এবং ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করছিল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।"

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি আরও উল্লেখ করেন, "মাংস-মাছের দোকানে সঠিক পরিমাপ নিশ্চিত করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে না।"

এদিকে, অভিযান শেষে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। ভোক্তারা বলছেন, এই ধরনের অভিযান তাদের স্বার্থে গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব হবে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দের চরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব পরিবার

গোয়ালন্দের চরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ১২টি গরু ও ১১ মণ ধান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।  জানা গেছে, মো. ইসলাম মোল্লার বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৪টি গরুর মধ্যে ১২টি মারা গেছে। ঘরের সমস্ত আসবাবপত্র, চাল ও সংসারের

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে পাহাড়ি তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য এই উৎসব বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিনগুলোর একটি। বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  উদ্বোধনী দিনের শুরুতেই ছিল জমকালো শোভাযাত্রা। চাকমা, মারমা ও ত্রিপুরা

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।   বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।   এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন।   বক্তারা বলেন, আওয়ামী

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।   সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।   শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়