প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৫৭
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অরুয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি কর্তৃক ব্যবসায়ী জুনাইদ মিয়াকে হেনস্তা ও অশালীন বক্তব্যের প্রতিবাদে আজ একটি নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
রোববার বিকালে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর বাজারের মসজিদের সামনে মাঠে সর্বস্তরের জনগণ বিশাল প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত করেন। সভার সঞ্চালনা করেন সাবেক বিডিআর সদস্য মো. সিরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মো. মালেক মিয়া।
প্রতিবাদ সভার শুরুতে ব্যবসায়ী মো. জুনাইদ মিয়া বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন যে অরুয়াইল উচ্চ বিদ্যালয়ে মার্কেট নির্মাণের জন্য নানা অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এছাড়া প্রধান শিক্ষক শেখ সাদি তাকে অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ঘটনার প্রতিবাদে তিনি এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন এবং বিচার দাবি করেছেন। জুনাইদ মিয়া বলেন, "আমি দীর্ঘদিন ধরে অরুয়াইল বাজারে ব্যবসা করে আসছি। আমার সম্মান ক্ষুন্ন করা হয়েছে এবং আমি এর যথাযথ বিচার চাই।"
সভায় অন্যান্য বক্তারা হলেন ব্যবসায়ী মো. মোশাররফ, দামাউড়া গ্রামের মো. জালাল ভূইয়া, ব্যবসায়ী মো. ইউনুস মিয়া, ব্যবসায়ী মো. হাবিবুর রহমান, প্রবাসী মো. সাইফুল ইসলাম, পাকশিমুল ইউপি সদস্য মো. নাসির মিয়া, মো. ইয়াসিন মিয়া, এবং পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ। তারা সকলেই শেখ সাদির অপকর্ম ও অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রতি ন্যায়বিচার প্রার্থনা করেন।
সভা শেষে, সরাইল-অরুয়াইল সড়কে ভূইশ্বর এলাকায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়ে নানা স্লোগান দেন।
এলাকাবাসীর এই প্রতিবাদ সভা ও মিছিলটি স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্বপূর্ন হয়ে উঠেছে এবং শীঘ্রই এ বিষয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে। স্থানীয় জনগণ আশা করছেন যে, তাদের অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত ও সুবিচার প্রদান করা হবে।