প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৪, ২:১৫
**আত্রাইয়ে শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করলেন ছাত্রদল**
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেছেন আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুম্মা আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে সমাহিত শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারতের পর ছাত্রদলের নেতারা শহীদ ফাহমিন জাফরের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে ফাহমিনের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়া সরদার সৌরভ, গোলাম মর্তুজা শাহিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সজিব বিন আজান এবং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান স্বাধীনসহ অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দ।
শহীদ ফাহমিন জাফর বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ছিলেন। তার এই আত্মত্যাগে উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। ছাত্রদলের নেতৃবৃন্দ ফাহমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার এই ত্যাগ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।
শ্রদ্ধা নিবেদনের সময় তারা ফাহমিন জাফরের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে তার স্মৃতিকে চির অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, ফাহমিন জাফরের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করারও আশ্বাস দেন তারা।