প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১:২৯
সরাইল উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটিও উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৯ আগষ্ঠ) সকাল সাড়ে এগারোটা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় উপজেলা অরুয়াইল বাজারে নদী দখল ও সরকারি জায়গা উদ্ধার করতে দ্রুত আইনি পদক্ষেপ নিতে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া তার বক্তব্য বলেন, অরুয়াইল ইউনিয়ন আইন-শৃঙ্খলা ভালো থাকলেও মধ্যে মধ্যে কিছু চুরির ঘটনা ঘটছে। মাদকের কথা বলতে গিয়ে তিনি বলেন,মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। দ্রুত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার।
বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কাজগুলো সংস্কার না হলে মানুষের ভোগান্তি বাড়বে। অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় উপজেলা অরুয়াইল বাজারে নদী দখল ও সরকারি জায়গা উদ্ধার করতে দ্রুত আইনি পদক্ষেপ নিতে দাবি করেন এ ইউপি চেয়ারম্যান।
তিনি সরকারি জায়গা দখল ও নদীর দখল নিয়ে বক্তব্য বলেন, শুধু অরুয়াইল ইউনিয়নে নদীর জায়গা ও বাজারের জায়গাসহ সরকারের -২০০ কোটি টাকার উপরে হবে সম্পত্তি দখল হয়ে আছে। এই যেন দখলের এক অবরণ্য। যে দিকে সরকারি জায়গা খালি পাচ্ছে সেই ভাবে দখল করছে। সরকারি জায়গা দখলের উদ্ধার দাবি করে বলেন, কিছুদিন আগে ও অরুয়াইল বাজারে যে ঘাটটি উদ্ধার করেছিল। এখন আবার কিছু লোকে বাঁশ দোকান করে দখল করে নিয়েছে।
তিনি তার বক্তব্য জানতে চান সরকারি এই দখলকৃত জায়গা উদ্ধার হবে কবে।এই বিষয়ে আইন-শৃঙ্খলার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া তিনি তাঁর বক্তব্য বলেন,সরকারি জায়গা উদ্ধারের ব্যাপারে আইনি প্রক্রিয়ার চলমানরয়েছে। অবৈধ স্থাপনা সরাতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছে । বাজেট আসলে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। পরে তিনি সরাইল আইন-শৃঙ্খলা ভালো থাকায় সবার প্রতি ধন্যবাদ জানান।
সভায় এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহাগ রানা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজ পুর ইউপি চেয়ারম্যান মো.খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির,শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা: আছমা বেগম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পিআইও মো. সিপাত হোসেন প্রমুখ।
এদিকে ভূমি অফিস থেকে জানাযায়, অরুয়াইলে সরকারি জায়গা দখল করে একটি চক্র ওই এলাকায় দখল রাজত্ব চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই দখলদারদের দখলকৃত। সরকারি জায়গা উদ্ধার করতে সরাইল উপজেলা ভূমি অফিস থেকে ৩০ জনের নামে চিঠি প্রেরণ করা হয়। এই চিঠি প্রেরণ করলে সংশ্লিষ্ট অফিসের দুই কর্মকর্তার নামে দখলদার দুজন বাদী হয়ে মামলা করেন। দখলদারা সরকারি জায়গা খালি না করে অল্টু তারা মামলা দায়ের করে।