https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১:৩৭

শেয়ার করুনঃ
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার

কক্সবাজারের টেকনাফে যেসব এলাকায় মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়েছে সেসব রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এলাকায় নিরাপত্তা জোরদার ও স্থানীয়দের চাকুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতি সত্তর মিয়ানমারের সাথে কুটনৈতিক আলাপের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে অন্তর্তিকালীন সরকার ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহবান জানিয়েছেন উখিয়া টেকনাফের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্ত কর্তৃক অপহরণ ও নির্যাতন কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শুধু নিজেদের উন্নয়ন চেয়েছে।  রোহিঙ্গাদের কারণে সৃষ্ট খুন, গুম, অপহরণসহ আইনশৃঙ্খলার দিকে নজর রাখেনি। ফলে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার মানুষের জান মালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। নিত্যপন্যের দাম বেড়েছে। ভুক্তভোগীরা চাকরি পায়নি। যাদের যে সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হয়েছে। 

তিনি আরো বলেন, আইনের শাসন ও ভোটের অধিকার এ সরকারকে করতে হবে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ছমিরা আক্তার। এসময় সে ৭ দফা দাবী তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে যে সব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে সেই সব এলাকায় স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রোহিঙ্গারা শিবিরের বাইরে এবং ভিতরে কোনো দোকান, ব্যবসা, চাকরি করতে পারবেনা, অপহরণ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, যে সব রোহিঙ্গারা আইডি কার্ড, জম্ম নিবন্ধন এবং পাসপোর্ট নিয়ে অবাধে চলাফেরা করছে তাদের সেই সব ডকুমেন্ট বাতিল করা, কোনো রোহিঙ্গা শিশু বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করতে পারবেনা, এনজিওদের বরাদ্দকৃত স্থানীয়দের জন্য ৩০% সুযোগ সুবিধা এবং ৭০% স্থানীয়দের যোগ্যতা অনুযায়ী চাকুরিতে নিয়োগ করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও এদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে হবে।

এছাড়া গত মঙ্গলবার অপহৃত ও নির্যাতিত দুদু মিয়া ও তার দুই ছেলে তারেক এবং রাসেলকে দেখতে যান সাবেক এমপি শাহজাহান চৌধুরী।  এসময় তিনি তাদের সাথে কথা বলেন এবং শারিরীক খোঁজখবর নেন ও অপহরণ বিষয়ে মনোযোগ সহকারে শুনেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, বদিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও মিডিয়াকর্মী।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনসহ চারজনকে ফের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৯ এপ্রিল) নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন- রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং স্থানীয় যুবদল নেতা মাসুদ রানা। বুধবার দুপুরেই তাদের

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকায় ৯ এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলামিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আলামিনের বাড়ি মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামে। নিহত যুবকের বড় বোন মুমা বেগম জানান, তার ছোট ভাই এক যুগ আগে পারিবারিকভাবে বিবাহিত হয়েছিলেন, তবে তার স্ত্রীর সাথে সংসার চলেনি, কারণ আলামিন মাদকাসক্ত ছিলেন। গত দেড় মাস

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে।   আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান, গুদাম থেকে হঠাৎ ধোঁয়া ওঠা শুরু করে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয়।   কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামে। ফায়ার সার্ভিসের

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন