প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ২:২২
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, মঠ-মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূ-সম্পত্তি দখল ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূরুঙ্গামারী শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
রোবাবার বিকালে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে। উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখান সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীব মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দেব, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।