প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০:১৯
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল) : বরিশালের হিজলা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন পদাতিক ডিভিশন-৭ লেবুখালী ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আব্দুল কাইয়ুম। রবিবার (১১ আগস্ট) দুপুর ২টায় হিজলা থানায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ ইলিয়াস শরিফ, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন , হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ জুবাইর। মেজর জেনারেল আব্দুল কাইয়ুম সকল পুলিশ সদস্যদের
উদ্দেশ্যে বলেন, দেশের খুব কম জেলা-ই আছে যেখানে থানায় আক্রমণ হয়নি। সে তুলনায় বরিশাল বিভাগ অনেক ভালো আছে , বিশেষ করে হিজলা থানাও। বরিশাল বিভাগের কোনো পুলিশ সদস্যদের একটিও গুলী খরচ হয়নি। মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ সদস্যদের ওসি ছাড়া কেউই ইউনিফর্ম পড়ে আসেননি। জানি আপনারা কর্ম বিরতি পালন করছেন। আশা করি আপনাদের দাবি গুলো আস্তে আস্তে পূরণ করবেন সরকার। আপনারা কাজে পুরাপুরি যোগদান করুন এবং দেশের সেবায় এগিয়ে আসুন। দেশের এই ক্রান্তিকালে পুলিশের খুব প্রয়োজন ।