প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ৩:১৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব -১৭ বালক সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১২ জুলাই বিকেলে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলার কালিকচ্ছ ইউপি একাদশ বনাম অরুয়াইল ইউপি একাদশকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে কালিকচ্ছ একাদশ ফুটবল দল। দ্বিতীয় খেলায় শাহবাজপুর ইউপি একাদশ বনাম নোয়াগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনালে শাহবাজপুর ইউপি ফুটবল একাদশ।
এসময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইতি বেগম, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক এসএম ফরিদ।
সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোছা. মো. খায়রুল হুদা চৌধুরী প্রমুখ।রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন, মাসুম উল্লাহ খন্দকার সহকারী ছিলেন শফিক ও মতিন, সে সময় মাঠে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,দর্শক, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কাল ১৩ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আয়োজকরা জানিয়েছেন।