প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১৭:১১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে কারেন্ট জাল জব্দ করেছেন। অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। আইনশৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে ছিলেন হিজলা নৌপুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর রাশেদুল ইসলাম।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়গাঁও বাজারে ২৬ জুন বুধবার হাটের দিন বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ এর যৌথ অভিযানে কারেন্ট জাল ব্যবসায়ী ইউনুস মুন্সীসহ ৩টি জালের দোকান ও গোডাউন থেকে প্রায় ১২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা ।
কারেন্ট জাল বিক্রি ও মজুদ রাখার অপরাধে হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা এলাকার বাসিন্দা মৃত ফজলুর রহমানের ছেলে কারেন্ট জাল ব্যবসায়ী ইউনুস মুন্সীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দূর্গাপুরে ট্রলার থেকে ২ টি কারেন্ট জালের সাভার জব্দ করা হয়। অভিযান শেষে সন্ধ্যার পরে জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।