প্রকাশ: ২৪ মে ২০২৪, ১:২৭
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ও মুসল্লিরা। শুক্রবার (২৪ মে) জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিরা নামাজ আদায় শেষে বাড়ি ঘেরাও করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে।
জানা যায়, সুরমান, তার স্ত্রী ফাতেম বেগম ও ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে হেরোইন, ইয়াবা ও গাজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। তারা মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এছাড়াও প্রতিনিয়ত তার বাড়িতে মাদক সেবনকারীরা যাতায়াত করে আসছে।
স্থানীয় হালিম চকদার, মামুন সরকার, আব্দুর রহিম বলেন- দীর্ঘদিন ধরে সুরমান ও তার পরিবারের লোকজন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। আমরা বারবার নিষেধ করার পরেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। সে যেন এ ব্যবসা না করে সেজন্য তাকে আমরা সতর্ক করতে এসেছি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি প্রশাসন যেন সুরমানের এ মাদক ব্যবসা বন্ধ করে দেয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান উল্লাহ বলেন- এ ধরণের কোন অভিযোগ আসলে সাথে সাথে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ে আমরা সবসময় সোচ্চার রয়েছি। এবিষয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না।