প্রকাশ: ১৪ মে ২০২৪, ০:১১
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উদ্যোগে ৩ দিনব্যাপী বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অঃদাঃ) আবু ইউছুফ নুরুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।
উপজেলা হিসাবরক্ষণ অফিসে আব্দুল আল সুহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.নোমান মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.আনিছুল ইসলাম ভূইঁয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা,নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সিফাত বিন রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরীমা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.রূপক মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা.বিউটি আক্তার।
এছাড়াও বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উপলক্ষে ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ দিনব্যাপী অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলবে।