
সরাইলে কামাল হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

প্রকাশ: ১ মে ২০২৪, ০:১৩

সরাইল উপজেলার শাহজাদাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গণমাধ্যমে র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানাযায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে সরাইল বিশ্বরোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ১২ জন আসামীকে গ্রেফতার করেন র্যাব। গ্রেফতার হলেন যারা,মাসুক মিয়া (৪০), কাসেম শিকদার (৪০), অহিদ মিয়া (৪৫), ছারু শিকদার (৩৫), শাহদত খাঁ (৪০), খোকন মিয়া (৪০), শানু মিয়া (৩৮), সুজন মিয়া (৩২), সুজন মিয়া (৪০), বিল্লাল মিয়া (৪০), নছরু সরকার (৩৬), ছাদেক (৩৫) সর্ব সাং- শাহজাদাপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার ১৩ এপ্রিল খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।শনিবার সকাল সাড়ে দশটা এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নিহত কামাল উদ্দিন (৬০) ওই উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

ঐদিন শনিবার সকালে সরকারি খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে শাহজাদাপুর গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একি গ্রামের রিপন মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শাহজাদাপুর গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়।
হামলায় কামাল মিয়া আঘাত পেয়ে হাসপাতালে নিলে মারা যান।এই হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৫৫ জনের নামে সরাইল থানায় গত ১৫ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ
