প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ২:২৬
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর এলাকায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মৎস্যজীবি আক্তার হাওলাদারের দুই শিশু সন্তান রবিবার ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে দাদা সেরাজ হাওলাদারের সাথে চরদূর্গাপুর খালে যায়। দুই নাতিকে খালের পাড়ে রেখে সেরাজ হাওলাদার খালে গোসল করতে নামেন। খালে নেমে ফিরে এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন।
দুপুর ১টার দিকে দুই নাতিকে খাল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুবাইর বলেন, হিজলা থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।