প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০:৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ সদর থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ লাইন্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পিপিএম।
এসময় সদর উপজেলার ১২০জন গ্রাম পুলিশদের হাতে শাড়ি, লুঙ্গি, লাচ্চা সেমাই, চিনিসহ নানা ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়া, গত ২এপ্রিল ( মঙ্গলবার ) সড়ক দুর্ঘটনায় নিহত কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশের পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। নিহত কৃষ্ণ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।