প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ৩:৫২
দেবীদ্বারে বৃহত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী পরগনা গঙ্গামণ্ডল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০মার্চ) বিকেলে উপজেলার জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের মিলনায়তনে গঙ্গামণ্ডল ফাউন্ডেশনের আয়োজনে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোসলে উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য, সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ফাউন্ডেশনের কাজগুলোতে আমি খুবই আনন্দিত। তবে কাজ করাই শেষ নয় তা মনিটরিং করতে হবে। যেমন ভালো ফলের জন্য গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখতে হবে তবেই ভালো ফলাফল পাওয়া সম্ভব। আমি এ এলাকার সন্তান, আমি আপনাদের পাশে থেকে কাজ করে আমার ঋণ শোধ করতে চাই।
প্রধান আলোচক খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.গোলাম মরতুজা আমেরিকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গঙ্গামণ্ডল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল আউয়াল ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ড. একেএম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন খান সেলিম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সুফিয়া বেগম, শিপলু খাঁনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।