প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১:৩
নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ইমাম ও উলামা পরিষদের এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
বৃহস্পতিবার এ উপলক্ষে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় উপজেলা ইমাম ও উলামা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজাহিদ খান, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মুফতি আজিমুদ্দিন, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আখতারুজ্জামান, ক্বারী আমিনুল ইসলাম, হাফেজ আব্দুস ছালাম প্রমুখ।