প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ২:২৫
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা: দিপু মনি এমপির রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় আগমন উপলক্ষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর এর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ ও গভর্নর বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন ও বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মো: মাহাবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার প্রাং, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সত্যজিৎ রায় তোতা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর এরশাদ আলী, কাউন্সিলর কার্তিক শাহা, কাউন্সিলর মিন্টু পিয়াদা, কাউন্সিলর সমসের প্রাং, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কোরবান খাঁ, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, তাহেরপুর পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু, ছাত্রলীগ নেতা জাহিদুল খান শোভন সহ তাহেরপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।