
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০:৫৮

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১.০০ টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলম ভৃইয়া'রসভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা সহকারী কমিশনার(ভৃমি)নাছরিন সুলতানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া.উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা,উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত সুলতানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী, আওয়ামীলীগ নেতা মো.আনোয়ার হোসেন, হাজী ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় শিশু দিবস-২০২৪,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।