প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ০:৪৬
মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আমাদের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে একটা আইডল।"নারী সমঅধিকার, সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিভিন্ন নারী উদ্যোক্তা ও নারীদের নিয়ে এ আলোচনা সভার সভাপতি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া উপরোক্ত কথাগুলো বললেন।
ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের নেত্রী।তিনি সারা বিশ্বের নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ব্যক্তিগত নৈপুণ্যের কারণে সেই নেতৃত্ব প্রদানের দক্ষতা। আমাদের নারী সমাজের কাছে জ্বলন্ত উদাহরণ হয়ে আছে। প্রয়োজনে কায়দা কানুনের দিকে তাকিয়ে জলন্ত উদাহরণকে স্মরণ করে। আমাদের অবস্থানকে আরোও শক্তিশালী করতে হবে। সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবেএসময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা রহমান রোজী।আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সহ- সভাপতি কামরুজ্জামান ইউছুফ প্রমুখ।
এদিকে অনুষ্ঠান শেষ হওয়ার আগে মাইক হাতে নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম ব্যানারে অতিথিদের নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করে বলেন, পরবর্তী অনুষ্ঠানে নামসহ ব্যানার লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
আন্তর্জাতিক নারী দিবস শেষে একই স্থানে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত। আলোচনা সভার সভাপতি ছিলেন উক্ত ফাউন্ডেশন এর সভাপতি মেহেরুন নিছা মেহরীন। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর।
ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারাসহ অন্যান্য উপস্থিত ছিলেন।