প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১:৯
মাদারীপুরের ডাসারে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময় নকল করার দায়ে একজন এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া শিক্ষার্থী ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ এর ছাত্র। আজ রবিবার দুপুরে তাকে হাতেনাতে নকল পেয়ে বহিস্কার করা হয়।
পরিক্ষা কেন্দ্র সুত্রে জানাগেছে, সারাদেশের ন্যায় সকাল ৯টায় ডাসার উপজেলাধীন ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ কেন্দ্র ভ্যানুতে এসএসসি ২০২৪ইং চলাকালে আজ রবিবার বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরিক্ষা হয়। ডাসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রহমান সুমন কেন্দ্রে ট্যাগ অফিসার দায়িত্বে পালন করেন।
এসময় কলেজের ২০১ নম্বর হলে বসে একজন ছাত্র পরীক্ষা চলাকালে নকল করে। বিষয়টি পরীক্ষা হলে ডিউটিরত ট্যাগ অফিসারের নজরে আসলে তিনি ওই ছাত্রের কাজ থেকে নকল এবং খাতা নিয়ে যান। অসাধুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা থেকে বহিস্কার করে।
এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রহমান সুমন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী নকল করা অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে। তাই তাকে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, আজ পদার্থ বিজ্ঞান পরিক্ষা চলাকালে ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একডেমী এন্ড কলেজের ছাত্রকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।