প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০:৪৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলুপ্তপ্রায় প্রজাতির তিনটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জানুয়ারি ভোরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের জনৈক মনির উদ্দিনের বাড়ি থেকে তক্ষক ৩টি উদ্ধার করে। এসময় তক্ষক কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় তক্ষক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে কচাকাটা থানা পুলিশ পালপাড়া গ্রামের মনির উদ্দিনের বসত ঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করে। তক্ষক ক্রয়-বিক্রয়ে জড়িত অভিযোগে ওই বাড়ি থেকে কেদার ইউনিয়নের নয়ানা গ্রামের মোরশেদ রহমান (৩২), বিষ্ণপুর গ্রামের কাশেম (৩৬), মোজাম্মেল (৪৮) ও রিয়াজুল ইসলাম (৪৫) এবং কচাকাটা ইউনিয়নের বড় ছড়ারপাড় গ্রামের শাহ আলমকে (৪৫) গ্রেফতার করা হয়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত তক্ষকগুলো সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার উদ্দেশ্যে এগুলো ক্রয় বিক্রয়ের প্রস্তুতি চলছিল।
কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় বলেন, আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।