প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৪, ১:১৬
নির্বাচনী প্রচার প্রচারনার শেষ মুহুর্তে প্রার্থীরা তাদের ইশতেহার তুলে ধরে বিজয় সুনিশ্চিত করতে নিজ নিজ প্রতীকে ভোটদানের প্রার্থনা করছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মোট প্রার্থী রয়েছে ১২ জন। প্রধান ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সদস্য দেবীদ্বার আসনের একবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দু’বারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি এবং আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্যপদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ। বাকীদের সামান্য পোষ্টার লিফলেট, গণসংযোগ দেখা গেলেও জোরে সোরে কেউ মাঠে নেই। অনেক প্রার্থীদের কেউ চেনেনও না।
প্রধান দু’ই প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ ও ‘ঈগল’ প্রতীকের প্রার্থী এবং তাদের সমর্থকরা পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে দিনে রাতে নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ দু’ প্রার্থীর প্রতিদিনের নির্ধারিত উঠান বৈঠক, ‘পথসভা’য় ভোটারদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ তবে প্রতিটি নির্বাচনী সভায় পুরুষ ভোটারের উপস্থিতির চেয়ে নারী ভোটারদের উপস্থিতি প্রায় দ্বিগুন।
প্রধান দু’ই প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ ও ‘ঈগল’ প্রতীকের প্রার্থীর সহধর্মিণীরাও বসে নেই তাঁরা স্বামীদের বিজয়ে ভোটারেদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। যা অতীতের নির্বাচনগুলোতে অনুপস্থিত ছিল।
নির্বাচনী প্রচারনার শেষ দিনে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) প্রার্থীদের নির্বাচনী সভায় সরেজমিনে ঘুরে দেখা যায় সকাল ১১টায় দেবীদ্বার পৌর এলাকার ৪নং ওয়ার্ড বড় আলমপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী সভা ঈদগাহ মাঠটি কানায় কানায় ভরপুর ছিল। মূল মাঠে নারীদের উপস্থিতি সংকুলান হয়নি। ঈদগাহ মাঠের বাহিরেও জনসমাবেশ ছিল লক্ষণীয়।
রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘নৌকা’ উন্নয়নের প্রতীক, পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে ২৪ বছরের গোলামির শৃংখল থেকে মুক্তিপাওয়া নির্বাচনে বিজয়ের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। দেবীদ্বারবাসী উন্নয়নের জন্য এবং স্মার্ট দেবীদ্বার গঠনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।
রাজী মোহাম্মদ ফখরুল হলফনামায় অতীতের সকল প্রতিশ্রুতির বেশীরভাগই অর্জন হয়েছে বলে উল্লেখ করেন। এরমধ্যে যোগাযোগ ব্যবস্থায় ৮০ ভাগ কাজ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মানে ৯০ ভাগ, স্বাস্থ্য ও বিদ্যুতায়নে শতভাগ অর্জণ হয়েছে বলে উল্লেখ করেন।
অপরদিকে বেলা ২টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গঙ্গা মন্ডল কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের আবুল কালাম আজাদের নির্বাচনী সভা শুরু হয়। এ সভায়ও উপস্থিতি ছিল লক্ষণীয়। মাঠের বাহিরে সড়কে ছিল লোকে লোকারণ্য। আবুল কালাম আজাদ বলেন, দেবীদ্বারের প্রায় ৫/৬ হাজার সিএনজি ও অটোরিক্সা চালকরা চাঁদাবাজ- সন্ত্রাসীদের কাছে ছিল জিম্মী। চাঁদা না দিলে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে যেতে হয়েছে। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় পৌরসভা ছাড়া ১৫টি ইউনিয়নের সিএনজি অটোরিক্সার ইজারা আওতামুক্ত করেছি। মাদক বেচা-কেনা, মাদক সেবন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, জবরদখলসহ নানা অপরাধ কর্মে দেবীদ্বারবাসী জিম্মীই নয় যুব-তরুণ- কিশোররা আজ ধ্বংসের মুখমোখী। এ অবস্থা থেকে উত্তোরণ পেতে উন্নয়ন বঞ্চিত দেবীদ্বারবাসীকে মুক্তিপেতে এবং আবাসযোগ্য স্মার্ট দেবীদ্বার গঠনে আগামী ৭ জানুয়ারী ‘ঈগল’ প্রতীকে রায় দেবেন।
তবে এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত রয়েছেন।
‘নৌকার’ পক্ষে কুমিল্লা (উঃ) জেলার সভাপতি, সাধারন সম্পাদক, একাধিক সহ-সভাপতি ও উপদেষ্টা ছাড়াও উপজেলা আ’লীগের সভাপতি সাধারন সম্পাদক, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পৌর মেয়র, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ নানা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর ’ঈগল’ প্রতীকের পক্ষে জেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্নগনসংগঠনের নেতা-কর্মী ছাড়াও ১৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ ইউপি চেয়ারম্যান এবং জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু রয়েছেন।
স্থানীয় ভোটারদের মতে এ আসনে ১২জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে নৌকা প্রতীক আর ঈগল প্রতীকের মধ্যে। উভয় প্রতীকের প্রার্থীদের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা দু’প্রার্থীরাই নিজ নিজ অবস্থান থেকে বিজয়ের আশাাবাদী।
‘নৌকা’ প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এবং ২০০৯সালে উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পদে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদ’র উপ-নির্বাচনে ‘নৌকা’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ ইউসুফ আসগর। সোনালী আঁশ প্রতীকের এডভোকেট মোঃ মাহবুবুল আলম। একতারা প্রতীকের মোহাম্মদ শফিউল বাদশা। আম প্রতীকের মো. ইকরাম হোসেন। ফুলের মালা প্রতীকের মো. আজহারুল করিম মূন্সী। চেয়ার প্রতীকের শিমুল হোসেন। মিনার প্রতীকের রফিকুল্লাহ সাদী। টেলিভিশন প্রতীকের সাহেরা বেগম। মাছ প্রতীকের মো. আলাউদ্দিন। হাত ঘড়ি প্রতীকের নাসির আল মামুন।
উল্লেখ্য, কুমিল্লা-০৪ (দেবীদ্বার) আসনে মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।