ফরিদপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০:১১

শেয়ার করুনঃ
ফরিদপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদের (এ কে আজাদ) সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিরেন সাহার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এ কে আজাদের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

একই আসনের নৌকার প্রার্থী শামীম হকের সমর্থক ও ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলামের নেতৃত্বে এ হামলার হয়েছে বলে আহত ব্যক্তিরা অভিযোগ করেছেন। তবে গতকাল রাতে ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি শহীদুল ইসলামের।

হামলায় আহত ব্যক্তিরা হলেন বিল্লাল আলী শেখ (৩৫), খোকন মল্লিক (৩৬), লালন মণ্ডল (৩০), সাঈদ সর্দার (২৭) ও মো. সোহাগ মাতুব্বর (২৪। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খোকন মল্লিক বলেন, গতকাল সন্ধ্যায় তাঁরা ১০-১৫ জন ইউনিয়নের পিঠে কুমড়া বাজার থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী প্রতীক ঈগল মার্কার প্রচারণা করে বিরেন সাহার মোড় এলাকার চৌধুরী বাড়ির সামনে যান। সেখানে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম একটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল নিয়ে তাদের ঘিরে ধরেন। মোটরসাইকেল থেকে শহীদুলের লোকজন নেমে তাঁদের হকিস্টিক ও লাঠি দিয়ে ধাওয়া দেন। তখন তাঁরা পালিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নিলে বাড়িতে ঢুকে হামলাকারীরা তাঁদের হকিস্টিক ও লাঠি দিয়ে বেদম পেটান। এতে পাঁচজন আহত হন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মুনতাসির হাসান বলেন, আহত অবস্থায় পাঁচজনকে আনা হলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই রোগীরা মারধরের শিকার হয়ে ভর্তি হলেও তাঁদের কারও শরীরে আঘাত দৃশ্যমান ও গুরুতর নয়। তবে আহত প্রত্যেককে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

হামলার অভিযোগ নাকচ করে দিয়ে ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, গতকাল রাতে ইউনিয়নের বিরেন সাহার মোড় এলাকায় কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজেও তখন ওই এলাকায় ছিলেন না।

ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও এলাকা ছাড়া করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব বানানো খবর গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদদুর গফফার বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য  ‘অভিভাবক ছাউনি’ নির্মাণ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবনির্মিত ছাউনির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।  এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসার কারণে রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। রোববার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মেঝো ছেলে মো. রাজন হোসেন এই অভিযোগ তোলেন। নিহত রাবেয়া লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী। ছেলে রাজন জানান, দুই মাস আগে

ট্রাইব্যুনালের রায় কার্যকর নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় কার্যকর নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামীকাল ট্রাইব্যুনালের রায় যা-ই হোক না কেন, তা কার্যকর করা হবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং নির্দেশনার অপেক্ষায় রয়েছে। রোববার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। দুপুরে

বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার

বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত কানকাটা কাদিরা হত্যাকাণ্ডের সাতদিন পর এক সৌদি প্রবাসীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইদ্রিস ওরফে মানিক (৩৪), মোহাম্মদ রাকিব (২৬) এবং একই বাড়ির মো. জাফর (২৮)। শনিবার (১৫ নভেম্বর) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা

৩০ টাকার ভাড়ায় অচল বরিশালের আন্তঃজেলা পরিবহন, যাত্রীদের ভোগান্তি

৩০ টাকার ভাড়ায় অচল বরিশালের আন্তঃজেলা পরিবহন, যাত্রীদের ভোগান্তি

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে সকল আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চলাচল। গতকাল শনিবার ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) শিক্ষার্থীদের সঙ্গে হাফভাড়া নিয়ে বিরোধের পর এই উত্তেজনা চরমে পৌঁছায়। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, সংঘর্ষে প্রায় দুই শত বাস ভাঙচুর করা হয়েছে এবং দুটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন