প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ২:৩২
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্বা সম্প্রদায়ভুক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও ৫০ বছরের উর্ধ্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্বার বয়স্ক নারী-পুরুষদের মাঝে এককালীন অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ২০ ডিসেম্বর বেলা ১১ টায় সমাজকল্যাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত অর্থ উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতারের সভাপতিত্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ৮০ জন শিক্ষার্থী ও ১৫৫ জন দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্বার নারী-পুরুষদের মাঝে জনপ্রতি ২ হাজার করে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।