প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০:৩৭
শিক্ষার মানোন্নয়নে কুমিল্লার দেবীদ্বারে আলহাজ্ব সাফদার আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উৎসাহমূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ২ডিসেম্বর অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের অফিসকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল হক'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইস্রাফীল আলম ভূঁইয়া, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সকলের ঐক্যমতের ভিত্তিতে মোঃ সামছুল হক মাষ্টার'কে সভাপতি ও অধ্যাপক আবুল কাশেম সরকার'কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উৎসাহমূলক বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ মাষ্টার, মোঃ হারুনুর রশিদ মাষ্টার, শ্রী সেন্টু চন্দ্র দে, কাজী আব্দুল মবিন, মোঃ আব্দুল হক, সহ-সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ শাহ আলম, মোঃ দুলাল ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবির, মোঃ ছিদ্দিকুর রহমান, কার্যকরি সদস্য ও পরীক্ষা কেন্দ্র পরিচ্ছন্ন বিষয়ক সম্পাদক মোঃ সুলতান আহমেদ মাষ্টার, গাজী মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম মাষ্টার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুর রহিম।