
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩, ১৬:৫৪

জাতীয় সংসদ ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।এনির্বাচনে ত্রিমুখী লড়ায়ের আবাস পাওয়া গেছে। নির্বাচনে নৌকার প্রার্থী মো.শাহজাহান আলম সাজু,স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতিকের এই আসনেরসাবেক সংসদ সদস্য এমপি জিয়াউল হক মৃধার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আবাস পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর)সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল -আশুগঞ্জ শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহজাহান আলম সাজু। সমর্থনে সরাইল উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভা অনুষ্টিত হয়েছে।শনিবার(২১অক্টোবর) বিকালে সরাইল উপজেলা নোয়াগাঁও নিজ এলাকার ঈদগাহ মাঠে। স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতিকের প্রথম জনসভায় ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে একে একে মিছিল নিয়ে আসতে থাকেন কলার ছড়ি মার্কার কর্মী-সমর্থকরা। এদিকে শুরুতেই নির্বাচনী প্রচারণায় গত শুক্রবার থেকে উৎসব আমেজ বিরাজ করেছিল সরাইল- আশুগঞ্জ নির্বাচনী এলাকায়। প্রচার প্রচারণায় মুখরিত ছিল সারা দিন।সকল প্রার্থী তাদের প্রচারণা চালিয়েছেন করেছেন জনসভা।
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.শাহজাহান আলম সাজু। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ ভাসানী,স্বতন্ত্র কলারছড়ি প্রতীকের প্রার্থী সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা,জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর দলের মনোনীত আম প্রতিকের প্রার্থী মো. রাজ্জাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে বলে বেশ কয়েকজন এলাকাবাসী জানান। দক্ষিণ কালিকচ্ছ গ্রামের বাসিন্দা মো. সাজন বলেন,নির্বাচনে নৌকা ও কলাছড়ির মধ্যে লড়াই হবে। তবে যে এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই আমরা ভোট দেবো। এলাকাবাসী যোগ্য প্রার্থীকেই বেছে নেবো বলেও জানান তিনি।
সরাইল সদর ইউনিয়নের রনি জানান,আমরা প্রতিক দেখে নয়, যোগ্যতা দেখে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা হবে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.শাহজাহান আলম সাজু তিনি বলেন, নির্বাচনে ভোটারদের উৎসাহ রয়েছে। নৌকা জনগণের মার্কা। নৌকার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।আমি আশাবাদী। জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী আব্দুল হামিদ ভাসানী বলেন,নির্বাচনে ভোটারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক এমপি এড.জিয়াউল হক মৃধা বলেন,আমি শতভাগ আশাবাদী আমিই নির্বাচিত হব। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি বিজয়ী হব।

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। উপ- নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম জানান,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
জানাযায়,দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন।
মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।
গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসনটিতে (সরাইল- আশুগঞ্জ) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।