প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ৩:১১
২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার রাজনৈতিক শক্তি সরকারের নেই। পুলিশ ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ডে খেলতে আসলে আওয়ামী লীগ ১২ ঘণ্টায় অলআউট হয়ে যাবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাব দেউলিয়া হয়ে গেছে। সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়।
বুধবার কাজীর দেউরী ভিআইপি টাওয়ারের বাসায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার আওতাধীন থানা ও ওয়ার্ড বিএনপি-অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
নোমান বলেন, ২৮ অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন পট পরিবর্তনের সূচনা হবে। আর ঘরে বসে থাকার সময় নেই। এই কতৃত্ববাদী স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ হবে বিএনপির ঠিকানা।
তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিএনপির আন্দোলনের সাথে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বিএনপির পক্ষে দেশের মুক্তিকামী আপামর জনগণের অবস্থান আরো সুস্পষ্ট হবে।
মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, এস.কে খোকা তোতন, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী প্রমুখ।