প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১:৪৩
একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসককে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত একাব্বর হোসেন শান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বেসরকারি মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক।
নাটোরের লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নাটোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় লালপুর থানার পুলিশ অভিযান চালিয়ে নাটোর সদর এলাকা থেকে অভিযুক্ত হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। ’
এর আগে গত ৮ অক্টোবর রোববার সন্ধ্যায় হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। মূল অভিযুক্ত একাব্বর হোসেন শান্ত বেসরকারি মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মানবকল্যাণ মডেল হাসপাতালে গত আগস্টে ভুক্তভোগী তরুণী আবাসিক চিকিৎসক হিসেবে যোগ দেন। এরপর পরিচালক শান্তর কিছু অপকর্মের কথা জানতে পেরে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে গত ৩ অক্টোবর সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় পরিচালক তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে রাজি না হওয়ায় পরিচালক শান্ত চিকিৎসককে কুপ্রস্তাব দেন। তিনি চিৎকারের চেষ্টা করলে তাঁর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। কাউকে জানানোর চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেন।