প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১:২৩
হতদরিদ্র মানুষ ও মৎস্য পেশাজীবীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুরে "৫ টাকার ডাক্তার'' ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর আলিপুর বিএফডিসি মার্কেটে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেডএআই এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জুনায়েদ হাসিব এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য শাহানুর রহমান সুমন, কৃষি বিষয়ক সম্পাদক একেএম খাইরুল আহসান, লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৎস্য বন্দর আরতদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা, ডাঃ শাহনেওয়াজ চৌধুরী সহ গণমাধ্যম কর্মী এবং মৎস্য আড়তদাররা উপস্থিত ছিলেন।
সপ্তাহে দু'দিন বৃহস্পতিবার ও শুক্রবার ৫ টাকার বিনিময়ে দেশী ও বিদেশী চিকিৎসকদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন জেলে সহ সকল শ্রেনী পেশার মানুষ। এছাড়া মেডএআই মোবাইল এ্যাপসের মাধ্যমে যে কোন সময় এই সেবা নেয়া যাবে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৫ টাকার ডাক্তার স্মার্ট হেলথে রোল মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।