প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০:৫৭
জমির পর্চা স্পানিং করে মালিকানায় নিজদের নাম অন্তর্ভূক্ত করে জালিয়াতির অভিযোগে কালকিনি পৌরসভা এলাকার পাঙ্গাসিয়া গ্রামর জব্বার তালুকদারর ছেলে ন্নানু তালুকদার(৪৫) ও মাজেদ তালুকদারর ছেলে সবুজ তালুকদার(৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। আদালতের দেয়া গ্রেফতারি পরায়ানা জারির ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কালকিনি থানার এ.এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। মামলার অন্য আসামী মাজেদ তালুকদার, চানমিয়া তালুকদার, নুর ইসলাম তালুকদার ও খলিল তালুকদার পলাতক রয়েছে।
জানাযায়, কালকিনি উপজলার ৭৯নং পাঙ্গাসিয়া মৌজায় ৬৯নং খতিয়ান ১৪১, ১৪২, ১৪৩ ও ১৪৪নং দাগে মোট ১একর ২৯শতাংশ জমির মূল রেকোর্ডীয় পর্চা স্পানিং করে মালিকানায় নিজেদের নাম অন্তভূক্ত করে সেই নকল পর্চা দিয়ে জমি বিক্রি করতে যায় প্রতারক চক্র। পরে মূল মালিকগন খবর পেয়ে কোর্টে মামলা দায়ের করে। মামলার পরিপেক্ষিতে আদালতে বিবাদিদের কাছে কাগজপত্র তলফ করে। কিন্তু বিবাদিগন আদালতে সেই স্পানিং করা পর্চা দাখিল করে। এত আদালত তাদের জালিয়াতির বিষয়টি আমলে নিয়ে বিবাদিদের ওপর গ্রেফতারি পরায়ানা জারি করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে।
এব্যাপারে মামলার বাদি মোঃ রুবেল তালুকদার বলেন ‘ জালিয়াতির চক্রের পাশাপাশি যেই কম্পিউটার থেকে এই কাজ করা হয়েছে তাকেও আইনের আওতায় আনার দাবী জানাই।
এব্যাপারে কালকিনি থানার এ.এস.আই জাকির হোসেন বলেন ‘ আদালতের দেয়া গ্রেফতারি পরায়ানা জারির প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।