প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১:৩৮
কুমিল্লার দেবীদ্বারে ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষীকি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।
এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরিমল বিকাশ দত্তের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা সভাপতি শ্রী অনিল চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আহবায়ক রাশেদা আক্তার। উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনূর লিপি, শেখ রাসেল ফাউন্ডেশনের সদস্য সাইফুল আলম সরকার, শামীমা আক্তার রীমা, আবু ইউসুফ মেম্বার, সবুজ আহাম্মদ সহ শিক্ষার্থীবৃন্ধ।
বঙ্গবন্ধুর সান্নিধ্যে থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশের জন্য যে অবদান রেখে গেছেন শিক্ষার্থীদের মাঝে তা তুলে ধরে অতিথিরা আলোচনা রাখেন।