https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মৃত গ্রাহকের সোয়া কোটি টাকা তুলে নেন নিরাপত্তারক্ষী! নেপথ্যে ব্যাংক কর্মকর্তারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১:৫৮

শেয়ার করুনঃ
মৃত গ্রাহকের সোয়া কোটি টাকা তুলে নেন নিরাপত্তারক্ষী! নেপথ্যে ব্যাংক কর্মকর্তারা

ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার গ্রাহক মোহাম্মদ সাঈদ মারা যান ২০২০ সালের ২ জানুয়ারি। তখন তাঁর ব্যাংক হিসাবে জমা ছিল ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৮৩৫ টাকা। সাঈদের মৃত্যুর আট মাসের মাথায় তথ্য গোপন করে তাঁর স্বাক্ষর নকল করে ওই ব্যাংক হিসাবে নতুন মুঠোফোন নম্বর সংযুক্ত করার আবেদন করেন রমজান আলী নামের এক ব্যক্তি। তিনি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার একজন নিরাপত্তারক্ষী। তাঁর এ আবেদন যাচাই-বাছাই না করেই মৃত সাঈদের ব্যাংক হিসাবে রমজানের মুঠোফোন নম্বর যুক্ত হয়। এরপর ২০২১ সালের ২৮ অক্টোবর থেকে ২০২২ সালের ৩ নভেম্বরের মধ্যে রমজান আলী ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপ ব্যবহার করে ১ কোটি ৩৩ লাখ ১ হাজার ২০০ টাকা তুলে নেন।

জালিয়াতির মাধ্যমে ব্যাংকের মৃত গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় রমজানের বিরুদ্ধে গত ১১ মে মামলা করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এর মাসখানেকের মাথায় রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সবিস্তার বর্ণনা দেন। ইসলামী ব্যাংকের কোন কোন কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় তিনি এই জালিয়াতি করেন, তা উঠে আসে তাঁর জবানবন্দিতে। রমজানের দেওয়া তথ্যের সূত্র ধরে ৩ জুলাই ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. অলিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া বলেন, ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী রমজান আদালতে বলেছেন, জালিয়াতির মাধ্যমে মৃত গ্রাহকের টাকা আত্মসাতে সরাসরি জড়িত রয়েছেন ব্যাংকটির কর্মকর্তা অলিউল্লাহসহ দুজন। অলিউল্লাহ নিজেই ৫০ লাখ টাকা নিয়েছেন। অপর ব্যাংক কর্মকর্তাও ৫০ লাখ টাকা নিয়েছেন। বাকি ৩৩ লাখ টাকা নিয়েছেন রমজান।

ওসি সালাহউদ্দিন বলেন, এই জালিয়াতির ঘটনায় জড়িত অপর ব্যাংক কর্মকর্তা পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মৃত গ্রাহকের কোটি টাকা যেভাবে আত্মসাৎ

মামলার কাগজপত্রের তথ্য এবং তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসলামী ব্যাংকের গ্রাহক মোহাম্মদ সাঈদ মারা গেছেন, সেটি তাঁর ব্যাংক হিসাবে উল্লেখ ছিল। মৃতের ব্যাংক হিসাবে ১ কোটি ৩৩ লাখের বেশি টাকা জমা থাকার তথ্য জানতেন গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা অলিউল্লাহ। পরবর্তী সময়ে গ্রাহকের টাকা আত্মসাতের পরিকল্পনা করেন অলিউল্লাহসহ আসামিরা।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) থোয়াই চনু মার্মা বলেন, অলিউল্লাহ ও আরেকজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের নিরাপত্তারক্ষী রমজানকে দিয়ে একটি মুঠোফোনের সিম কেনান। সেই মুঠোফোন নম্বর সংযুক্ত করার আবেদন করেন রমজান। গ্রাহক সাঈদ মারা যাওয়ার তথ্য জানার পরও ব্যাংক কর্মকর্তা অলিউল্লাহসহ দুজন কর্মকর্তা রমজানের আবেদন গ্রহণ করেন। এরপর রমজান ইসলামী ব্যাংকের সেলফিন নামের অ্যাপে নিবন্ধন করেন। এরপর মৃত সাঈদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে থাকেন। সাঈদের ব্যাংক হিসাব থেকে কবে কত টাকা টাকা রমজান উত্তোলন করেন, তার পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া গেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শুধু রমজানের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা:

মামলার কাগজপত্রের তথ্য বলছে, এক বছরের বেশি সময় ধরে ব্যাংকের একজন নিরাপত্তারক্ষী মৃত গ্রাহকের কোটি টাকা তুলে নিলেও বিষয়টি জানাজানি হয় গত মার্চ মাসে। এরপর গত ৬ মার্চ নিরাপত্তারক্ষী রমজান ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত আবেদন দেন। তাতে রমজান বলেন, তিনিই মৃত সাঈদের স্বাক্ষর জাল করে সেলফিন অ্যাপ ব্যবহার করে টাকা তুলে নিয়েছেন। সেই টাকায় তিনি ১৫টি গরু ও জমি কেনেন। বাকি টাকা তিনি জুয়া খেলে নষ্ট করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যোগসাজশ করে রমজানকে দিয়ে এই আবেদন দেওয়ানো হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, মৃত গ্রাহকের টাকা আত্মসাতের দায় শুধু নিরাপত্তারক্ষীর ওপর চাপানো হচ্ছিল। সে কারণে ব্যাংকের পক্ষ থেকে করা মামলায় শুধু ওই নিরাপত্তারক্ষীকে আসামি করা হয়েছিল। কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা গেল, মৃত গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের কর্মকর্তা অলিউল্লাহসহ আরেকজন ব্যাংক কর্মকর্তাকে সংশ্লিষ্ট শাখা থেকে প্রত্যাহার করে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ বিষয়ে বক্তব্যের জন্য মামলার বাদী ও ইসলাম ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার রনি বাবুর মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া গেছে। এ মামলার কাগজপত্র জব্দ তালিকার সাক্ষী ও ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ব্যাংকের গ্রাহক মৃত সাঈদের টাকা আত্মসাতের ঘটনায় ইসলামী ব্যাংকের কাকরাইল শাখা থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে পুলিশ। জব্দ তালিকার অপর সাক্ষী ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার কর্মকর্তা তরিকুল মনিরও মৃত সাঈদের ব্যাংক হিসাব খোলার ফরম, মুঠোফোন নম্বর পরিবর্তনের কাগজপত্রও পুলিশের হাতে যাওয়ার কথা জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মামলার তদন্ত কর্মকর্তা থোয়াই চনু মার্মা বলেন, সংঘবদ্ধ একটি চক্র মৃত সাঈদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন। এ ক্ষেত্রে ব্যাংকের নিরাপত্তারক্ষী রমজানকে ব্যবহার করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় রমজান ও অলিউল্লাহ ছাড়া অন্য যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার ৭২

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার ৭২

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এসময় দোকানপাট ভাঙচুর ও হামলার ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর মুগদা এলাকার গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে গত রোববার (৬ এপ্রিল) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাটে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে, এবং এতে ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর।  গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানান, রাত ৩টার দিকে ওই ভবনের মালিক হুমায়ূন

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার  সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।  অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদককারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মো. মাদার কাজীর ছেলে মোঃ হায়াত কাজী (২২)।   থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা  সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাত ১১ টার দিকে