প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১:৪২
বিসিসির সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল ক্লাবের সেক্রেটারীকে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা জারী করা হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব
রিশাল ক্লাবের এক সদস্যের দায়ের করা মামলার শুনানী শেষে সোমবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার আব্দুল কাদের ও বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন।
মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাবপরিপন্থী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জুলাই ক্লাবের নিয়মিত সদস্য মফিজুর রহমান চৌধুরী বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ এবং অফিস সেক্রেটারী আমিনুল ইসলাম পরানকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। ১৬ জুলাই বাদীর আইনজীবী বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করেন আদালতে। আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা বিষয়ে শুনানী করেন।
শুনানী শেষে বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দেয় আদালত।