https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

একসঙ্গে ৪ সন্তান প্রসব, বিপাকে বাবা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০:৫১

শেয়ার করুনঃ
একসঙ্গে ৪ সন্তান প্রসব, বিপাকে বাবা

মানিকগঞ্জে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন রোমানা ইসলাম নামের এক নারী। আজ সোমবার সকালে ঘিওর উপজেলার  বেসরকারি মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি।  

নির্দিষ্ট সময়ের আগেই শিশু চারটি জন্ম নেওয়ায় রাখা হয়েছে আইসিইউতে। এদিকে প্রতিদিন ৪০ হাজার টাকা চিকিৎসা ব্যয় ভার বহন নিয়ে বিপাকে পরেছে পরিবার।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নবজাতকদের পিতা নয়ন শেখ জানান, শিবালয় উপজেলার ধামধরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। গত দুই বছর আগে রোমানা ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন। চার সন্তানের জন্মের খবরে পরিবার ও আত্নীয় স্বজন সবাই খুশি হলেও দুচিন্তায় রয়েছেন তিনি। নিদিষ্ট সময়ের আগেই অপরিপক্ক চার বাচ্চা জন্ম নেওয়ায় বর্তমানে বাচ্চাদের রাখা হয়েছে আইসিইউতে।

প্রতিদিন একেক নবজাতকের ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা খরচ হবে। মোটা অঙ্কের চিকিৎসা ব্যয়ভার দরিদ্র কৃষক পরিবারের সন্তান নয়ন ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না বলে জানান তিনি। এজন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন নয়ন শেখ। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. আবু সাঈদ মো. আছলাম বলেন, ৩৪ সপ্তাহে বাচ্চা জন্ম নেওয়ায় জান নবজাতকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাদের একসপ্তাহ থেকে ১৫ দিন আইসিইউতে রাখা লাগতে পারে। তবে মা রোমানা ইসলাম সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আবু সাঈদ মো. আছলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে পাহাড়ি তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য এই উৎসব বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিনগুলোর একটি। বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  উদ্বোধনী দিনের শুরুতেই ছিল জমকালো শোভাযাত্রা। চাকমা, মারমা ও ত্রিপুরা

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।   বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।   এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন।   বক্তারা বলেন, আওয়ামী

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।   সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।   শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।   ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদরের হাসিল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গাদু বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে স্ত্রী লাইলী বেগম পুকুর পাড়ের